ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, ১৭ কিলোমিটার জুড়ে ধীর গতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৯:০৭ AM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৩, ০৯:০৭ AM
ঈদুল ফিতর সামনে রেখে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। ফলে মহাসড়কে উত্তরের পথে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার জুড়ে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত থেকেই মহাসড়কটিতে অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা যায়।
চালকরা জানায়, রাত থেকে অতিরিক্ত যানবানের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর পৌলী সেতু পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ব্যাক্তিগত যানবাহন ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।
পুলিশ জানায়, ঈদের ছুটি শুরু হওয়ায় রাত থেকেই গাড়ির চাপ বেড়েছে। এ যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে মহাসড়কটিতে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন তারা।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদে ঘরে ফেরার আনন্দ
ঈদ মানে খুশি, ঈদ মানেই উচ্ছ্বাস। এই আনন্দ বহুগুণে বেড়ে যায় যখন দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটিতে বাড়ি ফেরেন টিকেটের ভোগান্তি, রাস্তায় যানজট প্রভৃতি মেনে নিয়ে। তবে কোন কিছুই তাদের বাড়ি ফেরার আনন্দকে দমিয়ে রাখতে পারে না।