নিউ সুপার মার্কেটের আগুনে আহত ১৯
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১০:০০ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ১১:৫৮ AM
রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অফিসার ১ জন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ মোট ১৯ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিউমার্কেটের আগুন নেভাতে ঢাকা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে, রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন ওই ভবনের তৃতীয় তলার ছড়িয়ে পড়েছে। শুরতে ঝুঁকি নিয়ে মালামাল বের করতে পারলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আর কেউ বের করতে পারছেন না। ব্যবসায়ীরা চোখের সামনেই আগুনে পুড়তে দেখছেন তাদের স্বপ্ন।
আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিজিবির (বর্ডার গার্ড অব বাংলাদেশ) পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, মার্কেটটিতে কাপড়ের দোকান ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে। অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙ্গে পড়ছেন। তারা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যোগ দিয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে ।
আহতদের নামের তালিকা
রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য, শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য, তৌফিক (২৩), সার্ভিস সদস্য, রিফাত (২৩), দোকান কর্মী, রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য, মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য, সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য, আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য, কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য, শরিফুল (২৪), ফায়ার সার্ভিস সদস্য, বায়জিদ (২৫), দোকান কর্মী, হাসান (২০), দোকান কর্মী, রিমন (২৮), দোকান কর্মী, কামাল হোসেন (৩৩), দোকান কর্মী, ফিরোজ আলম (৩০), দোকান কর্মী, জীবন (৩০), দোকান মালিক, জিসান (১৮), দোকান কর্মী, ইয়াসিন (২৪), দোকান কর্মী, জীবন (২৫) দোকান কর্মী, স্বপন (২৩), দোকান কর্মী, সার্জেন্ট আরাফাত (৩২), বিমান বাহিনীর সদস্য, সবুজ (২০), আনসার সদস্য।