‘ব্রয়লার মুরগির দাম ২শ টাকার ওপরে হওয়া অযৌক্তিক’

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম.  সফিকুজ্জামান
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম.  সফিকুজ্জামান  © সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার উপরে হওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা এ বিষয়টি নিয়ে বৈঠক করেছি এবং সরকারের কাছে আটটি সুপারিশ জমা দিয়েছি। আশা করব সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অবশ্যই ভোক্তাদের কষ্ট লাঘবের জন্য ব্রয়লার মুরগির বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবেন। 

বুধবার (২২ মার্চ) দুপুরে নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে বাজার তদারকি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মূলত, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে সমন্বিত-ভাবে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সারাদেশের বাজারগুলোতে দাম নিয়ে কারসাজি হলে বা কোন ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাজার কমিটি ব্যর্থ হলে এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমুহূর্তে ভোক্তাদের উদ্বেগের কোন কারণ নেই। আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজারে কোন পণ্যের ঘাটতি নেই। 

সবার সাথে সমন্বয় করে প্রশাসন সহ সারা বাংলাদেশে তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমি বলতে চাই বাজার কমিটি যদি বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সমন্বিত অভিযানের মাধ্যমে সবাই নজর রাখছি কেউ অধিক মুনাফা লাভের জন্য মানুষকে জিম্মি করতে না পারে। 

আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, মিলবে শুধু অনলাইনে

সারাদেশেই আজ বাজার তদারকি করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, সারাদেশর স্থানীয় প্রশাসন বিশেষ করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্যদের কাছে প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগ থেকে  বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যেন সবার সাথে সমন্বয় করে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। 

 এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও এফবিসিসিআই এ-র নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence