সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৩, ০৬:০০ PM
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম (৫০)। বাকীদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২), ৪. ফেনসি (৩০), ৫. মো. জসিম উদ্দিন (৪৫), ৬. নারায়ণ (৬০), ৭. মো. ফোরকান দাদা বয়স (৩৫), ৮. শাহরিয়ার (২৬) ৯. মো. জাহিদ হাসান (২৬)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিভাগের সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না। তারা আগুন নিয়ন্ত্রণ ও আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে।
গত বছরের ৪ জুন রাতে ‘সীমা অক্সিজেন প্ল্যান্ট’ থেকে পৌনে এক কিলোমিটার দূরে বি এম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছিলেন।