‘আমাদের উপনির্বাচন অনেক ভালো হয়েছে যুক্তরাষ্ট্রের তুলনায়’

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ © সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্রের তুলনায় আমাদের উপনির্বাচন অনেক ভালো হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে, ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে, ভারতের নির্বাচনের প্রেক্ষাপটে এটা অত্যন্ত সুন্দর, ভালো একটি নির্বাচন হয়েছে। 

ভোটার উপস্থিতি অত কম না জানিয়ে তিনি বলেন, ভোটারের যে উপস্থিতি, ১ বছরের কম সময়ের জন্য যারা নির্বাচিত হবেন সে ক্ষেত্রে এবং উপনির্বাচন বিবেচনায় এই ভোটার উপস্থিতি খুব কম নয়। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটার উপস্থিতি ভাবেন, সেখানে ৪০ শতাংশ মানুষ ভোটার হয় না। 

যারা ভোটার হয় সেখান থেকে আবার অর্ধেক উপস্থিত হয়। সার্বিক বিচারে ২৫ শতাংশ ভোট পড়ে সেখানে। সে হিসাবে আমাদের উপনির্বাচন, যাতে ১ বছরের কম সময়ের জন্য এমপি নির্বাচিত হবে, অনেক ভালো হয়েছে। এছাড়াও উকিল আব্দুস সাত্তারকে ধরে রাখতে না পারা বিএনপির বড় ব্যর্থতা বলেও মনে করেন তিনি।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬