বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা আর্জেন্টিনার

বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা
বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা  © ইন্টারনেট

ঢাকায় দূতাবাস স্থাপন করছে ফুটবল বিশ্বকাপে সদ্য চ্যাম্পিয়ন মেসিদের দেশ আর্জেন্টিনা। ২০২৩ সাল থেকে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো চিঠিতে দেশটির রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ এ বিষয়ে জানিয়েছেন। ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপের শিরোপা জয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস স্থাপনের ঘোষণা দেন।

এর মাধ্যমে দু’দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে মনে করেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি। আর্জেন্টিনার বিশ্বজয়ে বাংলাদেশের জনসাধারণের প্রাণোচ্ছল উদযাপনে আর্জেন্টিনার জনগণ ও রাষ্ট্রপতি অভিভূত। আলবার্তো বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির অর্থবহ ও শক্তিশালী মাধ্যম।

আরো পড়ুন: মেসি ভালো খেলেছে, তবে এমবাপ্পেই বিশ্বসেরা: আর্জেন্টিনার সাবেক গোলকিপার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর দু’দেশের শুভেচ্ছা বার্তা বিনিময় কূটনৈতিক প্রচেষ্টার ফসল। এটি দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের বড় কূটনৈতিক সাফল্য। ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালু হলে বাংলাদেশের বাণিজ্য-বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে দক্ষিণ আমেরিকায়।

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ সয়াবিন উৎপাদক আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি সহজ হবে। সেই সঙ্গে মারকসুরের বাণিজ্য-বাজারে বাংলাদেশের প্রবেশ বেগবান হবে। আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস। সেইসঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রাখার কথা বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence