আত্মহত্যাকারী ব্যক্তিই যে ফারদিন, সেটিই তো নিশ্চিত না: বাবা

১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে এ দাবি নিয়ে সন্দেহ পোষণ করেছেন ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা।

আজ বুধবার সন্ধ্যায় ডিবির বিফ্রিংয়ের পর গণমাধ্যমকে তিনি বলেন, যে আত্মহত্যা করেছে, সেই ব্যক্তি যে ফারদিন, সেটিই তো নিশ্চিত না।

এদিকে, রাতে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে একই তথ্য জানান র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ফারদিন ডেমরার সুলতানা কামাল সেতু থেকে তিনি স্বেচ্ছায় লাফ দিয়েছেন। গত ৪ নভেম্বর বিকেল থেকে নিখোঁজের পর সেদিন রাত ২ টা ৩৪ মিনিটে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে তিনি মারা গেছেন।

এর আগে, ফারদিনের বাবা বলেছিলেন, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। তিনি বলেন, ফারদিন পরিবারের অনেক উত্থান-পতন দেখেছে এবং সে প্রতিটি পরিস্থিতিকে সামলে নিয়েছে। সে একজন যোদ্ধা। তার মতো ছেলে কখনোই এমন কিছু করতে পারে না।

রামপুরা থেকে ফারদিনের যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্য নিয়েও সন্দেহ পোষণ করে কাজী নূরউদ্দিন রানা বলেছিলেন, ফারদিনকে হয়তো এক জায়গা থেকে তুলে নিয়ে বন্দুকের মুখে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে। তাকে অপরাধীদের নির্দেশ মেনে চলতে বাধ্য করা হতে পারে...। তদন্তকারীদের উচিত আমাদের সব জায়গার সিসিটিভি ফুটেজ দেখানো...। যে ছেলে রাত ১১টার মধ্যে বাড়ি ফিরে আসতো, সে কেন এসব সন্দেহজনক স্থানে এভাবে ঘুরবে?

গ্রহণযোগ্য নির্বাচনে আ. লীগের অংশ নেওয়া-না নেওয়ার মূল্য গুর…
  • ০২ জানুয়ারি ২০২৬
পেশায় ‘প্রকাশক’ জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ প্রায় অর্ধকোট…
  • ০২ জানুয়ারি ২০২৬
টিএসসিতে ছাত্রদলের মিলাদ মাহফিল শুরু
  • ০২ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের আগুনঝরা বোলিংয়ে দাঁড়াতেই পারল না ঢাকা ক্যাপিটালস
  • ০২ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগে দেবে কর্ণফুলী গ্রুপ, বয়স…
  • ০২ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ, দুদিন পর যুবকের মৃত্যু
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!