বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান, গণহারে গ্রেপ্তার

০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৩০ PM

© সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েছে পুলিশ। বিএনপি কার্যালয়ের ভেতর অভিযান চালাচ্ছে পুলিশের একটি দল।

আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে প্রবেশ করে। এরপর কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর কার্যালয়ের ভেতর তল্লাশি শুরু করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির অভিযোগ, কার্যালয়ের ভেতর থাকা বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে, বিভিন্ন গণমাধ্যম ঘটনাস্থল থেকে লাইভ করা একধিক ভিডিওতে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভিতর ঢোকার চেষ্টা করলেও পুলিশ তাকে ঢুকতে দেয়নি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। কার্যালয়ে ঢুকতে ব্যর্থ হয়ে নেতাকর্মীদের নিয়ে ফূতপাতে বসে পড়েন মির্জা ফখরুল।

এর আগে বেলা পৌনে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!