দেশের বিভিন্ন এলাকা থেকে ৫৫ তরুণ নিরুদ্দেশ: র‌্যাব

র‌্যাব
র‌্যাব  © সংগৃহীত

‘জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে’ দেশের বিভিন্ন এলাকা থেকে ৫৫ যুবক নিরুদ্দেশ বলে জানিয়েছে র‌্যাব। এই এলিট ফোর্সটি বলছে, তাদের মধ্যে ৩৮ জনের নাম পাওয়া গেছে, যারা পার্বত্য এলাকায় সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। 

সোমবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

র‌্যাব বলছে, নিরুদ্দেশ যুবকরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মাদ্রাসায় প্রশিক্ষণ নিচ্ছেন। রবিবার রাতে গ্রেপ্তার নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’ নেতা হাবিবুল্লাহ এতদিন তার তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ পরিচালনা করছিলেন।পার্বত্য এলাকার বিচ্ছিন্ন সংগঠন তাদের সহায়তা করছে। পাশাপাশি দেশের বিভিন্ন ব্যক্তি থেকে আর্থিক সহায়তা এবং মাদ্রাসা-মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলে তহবিল সংগ্রহ করছে এই জঙ্গি সংগঠন।

রবিবার রাতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নতুন এই জঙ্গি সংগঠনটির নেতা হাবিবুল্লাহসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের মধ্যে নিরুদ্দেশ তিন যুবক রয়েছেন। তারা হলেন- শাহ মো. হাবিবুল্লাহ, নেয়ামত উল্লাহ, মো. হোসাইন, রাকিব হাসনাত ও মো. সাইফুল ইসলাম।

র‌্যাব মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৫ জন তরুণের তথ্য পেয়েছি, যারা দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছে। এদের কেউ দেড় মাস, আবার কেউ দুই বছর নিরুদ্দেশ। সর্বশেষ দেড়মাস আগে কুমিল্লা থেকে আট তরুণ নিরুদ্দেশ হয়। তাদের কাছ থেকে ৩৮ জনের নাম পেয়েছি। যারা জঙ্গি সংগঠনটির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে হিজরতে রয়েছে।’

কমান্ডার মঈন বলেন, ‘যুবকরা নিরুদ্দেশ হলেও পরিবার জানে তাদের সন্তান বিদেশে আছেন। মাঝেমাঝে পরিবারকে অর্থ পাঠায়। আসলে তারা জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে।

কোন জেলায় কত জন নিরুদ্দেশ:

দেশের ১৮ জেলায় এখন পর্যন্ত ৫৫ জন নিখোঁজ বলে জানতে পেরেছে র‌্যাব। তাদের মধ্যে নারায়ণগঞ্জের চারজন, নেত্রকোনায় একজন, নোয়াখালীতে একজন, পটুয়াখালীতে ছয়জন, ফরিদপুরে দুইজন, বরিশালে তিনজন, ব্রাক্ষণবাড়িয়া, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও মাগুরায় একজন করে নিখোঁজ আছেন। এছাড়া মাদারীপুরে দুইজন, সিলেটে সাতজন, কুমিল্লায় ১৫ জন, খুলনা, ঝিনাইদহ, টাঙ্গাইল ও চাঁদপুরে একজন করে এবং ঝালকাঠিতে দুইজন, ঢাকায় চারজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছে র‌্যাব।


সর্বশেষ সংবাদ