শ্রেণিকক্ষের অভাবে গাছতলায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

গাছতলায় শ্রেণি কার্যক্রম
গাছতলায় শ্রেণি কার্যক্রম  © সংগৃহীত

উানশের দশকে শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান ছিল স্বাভাবিক একটি বিষয়। এমনকি ওই গাছতলাকেই তাদের শ্রেণিকক্ষ হিসেবে মানা হত। তবে একবিংশ শতাব্দিতে, এই উন্নয়নের যুগে শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান খুবই অসন্তোষজনক।

সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ৩৭ নং ডাওরা জেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশে বাধার সৃষ্টি হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ২৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীরা ভালো ফলাফলও অব্যাহত রেখেছে। বিদ্যালয়ে ৫-৭টি কক্ষ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৩টি কক্ষ। এ কারণেই শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে আঙিনায় গাছের নিচে বেঞ্চ পেতে শিক্ষার্থীদের পাঠদান চলছে।

আরও পড়ুন: থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের।

শিক্ষার্থী আসমা আক্তার বলে, শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে গাছতলায় বসে পাঠদান করতে হয়। শব্দের কারণে আমরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারছি না। আমাদের ফলাফলও খারাপ হয় এই কারণে।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল হক বলেন, শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে খুবই অসুবিধা হচ্ছে। ২০১৮ সালে নতুন ভবন তৈরির জন্য মাটি পরীক্ষা করে নিলেও কী কারণে বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হচ্ছে না তা আমার জানা নেই। তবে সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেন স্কুলের জন্য শিগগিরই একটি নতুন ভবন নির্মাণ করে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আনা হোক।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনসার উদ্দীন বলেন, শ্রেণিকক্ষ সংকটে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে বিষয়টি আমি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অচিরেই সমস্যার সমাধান হবে। তবে চলমান অর্থ বছরে একটি নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence