নাচ ও গানের মধ্য দিয়ে শিল্পীরা সমাজে বার্তা পৌঁছে দেন : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর  © সংগৃহীত

নাচ ও গানের মাধ্যমে শিল্পীরা সমাজে বিভিন্ন বার্তা পৌঁছে দেন। এর মধ্য দিয়ে সৌন্দর্যের প্রকাশ ঘটে এবং সংস্কৃতিমনস্ক মানবিক ও সচেতন সমাজ গড়ে ওঠে। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এটিএন বাংলা স্টুডিওতে বাংলাদেশ ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিব্যাল (এফআইডিএএফ) অর্গানাইজেশন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের ভবিষ্যতে যোগ্য ও দক্ষমানুষ হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। কিন্তু আমাদের অভিভাবকরা তাদের সন্তানদের শুধু বইয়ের পাতায় ঠেসে ধরে জিপিএ-৫ পাওয়া নিয়ে বেশি আগ্রহ দেখান। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের আগ্রহের ঘাটতি রয়েছে। এ মানসিকতা পরিহার করতে হবে বলেও উল্লেখ করেন তিনি ।


এফআইডিএএফ এর সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।


সর্বশেষ সংবাদ