হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে: তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন   © টিডিসি ফটো

একটি তথ্যচিত্রের পোস্টারকে ঘিরে ভারতে নতুন বিতর্ক শুরু হয়েছে। ‘কালী’ তথ্যচিত্রের এই বিতর্কে এবার মন্তব্য করলেন আলোচিত-সমালোচিত লেখক তসলিমা নাসরিন। তার মতে, হিন্দুদের মাঝে এই উগ্রতা এসেছে মুসলমানদের কাছ থেকে।

ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘হিন্দুদের যে জিনিসটা আমার ভালো লাগে, তা হলো তাদের ভগবানকে যে যে রূপেই দেখুক, যে যেভাবেই কল্পনা করুক, এমনকি ভগবানকে যা খুশি তাই বলুক, তাতে তাদের কিছু যায় আসে না। কারণ তাদের গল্পে ভগবানদের নানা রকম কীর্তি কাহিনির কথা লেখা। তারা মানুষের মতোই কখনও ভালো কাজ করে, কখনও মন্দ কাজ করে। আদিকাল থেকে মানুষ এক ভগবানকে মেনেছে, আরেক ভগবানকে মানেনি। অথবা সব ভগবানেরই সমালোচনা করেছে।’

তসলিমা আরও লিখেছেন, ‘এখন অনেকে বলছে এই ভগবানের গায়ে কাপড় নেই কেন, ওই ভগবানের মুখে সিগারেট কেন, সেই ভগবান সম্পর্কে সে কেন অমন কথা বললো, এতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, সুতরাং আঘাতকারীর মুণ্ডু চাই। এটা হিন্দুরা শিখেছে উগ্র মুসলিমদের কাছ থেকে।

আরও পড়ুন: ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়ানোর কৌশল

উত্তর প্রদেশের এক ঘটনার কথা উল্লেখ করে তসলিমা লিখেছেন, ‘উত্তর প্রদেশে এক মুসলমান চিকেন বিক্রেতা কাগজের ঠোঙায় চিকেন দেয় তার ক্রেতাদের। এখন অভিযোগ এসেছে, কাগজের ঠোঙায় হিন্দু দেবতার ছবি ছিল। এতে নাকি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্রেতা এখন জেলে। দুঃখ এই, হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে।’

প্রসঙ্গত, ‘কালী’ নামের ওই তথ্যচিত্রের পোস্টারে দেখা যায়, দেবী কালীর ভূমিকায় এক নারী। তার হাতে সিগারেট, পেছনে রঙধনু পতাকা। এ কারণেই ক্ষুব্ধ হয়েছে হিন্দু সমাজ। চিত্রটির পরিচালক মণিমেকালাই-এর শিরশ্ছেদের হুমকিও দিচ্ছেন কেউ কেউ।


সর্বশেষ সংবাদ