একদিনের জন্যও কি সংসদ সবার হতে পারেনা!

১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ AM

© ফাইল ফটো

১৬ ই ডিসেম্বর ২০২০। গিয়েছিলাম সংসদ ভবনের আলোকসজ্জা দেখতে। ভেবেছিলাম অন্তত এই একদিন সংসদ উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। জানালো এখানে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। ভাগ্যিস আমার সাথে আমার সংসদ সদস্যের পরিচয় পত্রটি ছিল, না হলে পায়ে হাটা আমি হয়তো ঢুকতেই পারতাম না। অবশ্য অতিকায় অনেকগুলো গাড়ি বাধাহীনভাবে ঢুকছিল এবং বেরোচ্ছিল।

যাদের করের টাকায় এই বিশাল আলোকসজ্জা, হাজার ওয়াটের বাতি, তারা দাঁড়িয়ে আছেন গেইটের বাইরে বিস্ময়ভরা চোখ নিয়ে। তারা জানেন এখানে তারা অনাহূত, তাদের প্রবেশাধিকার নেই।

পৃথিবীর বহু দেশে পার্লামেন্ট ভবনের এলাকায় তো বটেই ভবনের ভেতরেও সর্বসাধারণের জন্য প্রবেশ উন্মুক্ত। এমনকি হোয়াইট হাউজের ভেতরে ঢোকার অনুমতি আছে সর্বসাধারণের। কবে বাংলাদেশ একটি সত্যিকার গণপ্রজাতন্ত্র হবে? হবে বৈষম্যহীনভাবে সাধারণ মানুষের?

 

লেখক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। 

 

(ফেসবুক থেকে নেয়া)

বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
  • ২৩ জানুয়ারি ২০২৬
দুর্নীতি-দুঃশাসনের সঙ্গে সম্পর্ককারীদের প্রত্যাখ্যান করুন: …
  • ২২ জানুয়ারি ২০২৬
দোষারোপ করতে না চেয়েও এক অপরকে ‘খোঁচা’ দিয়ে প্রচারণা শুরু …
  • ২২ জানুয়ারি ২০২৬
আনোয়ারা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, স্বপ্ন ছুঁলেন এ…
  • ২২ জানুয়ারি ২০২৬