স্যার লটকন খাবেন, লটকন? এরাই আমার বাংলাদেশ

২০ জুন ২০২০, ০৭:৩১ PM
ডা. ফেরদৌস খন্দকার

ডা. ফেরদৌস খন্দকার © ফাইল ফটো

নতুন আসা মানুষগুলোর চলাচল রুমের ভেতর থেকেই বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। তারা নিয়ম নীতি কমই মানেন বলে মনে হলো। কেউ গামছা পরেই ঘোরাফেরা করছেন। কারো মাস্ক আছে, কারো নেই। এরপরও খুব সাবলিল ভঙ্গিমায় চলাফেরা। হঠাৎ করে একজন এসে বললেন, ‘স্যার, আদা খাবেন, আদা। লেবুও আছে স্যার’।

আমি অবাক হয়ে বললাম, এতকিছু থাকতে আদা-লেবু কেন? তার জবাব, ‘স্যার করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য করে’। আমি খুব অবাক হলাম। মাস্ক পরছেন না; সোশ্যাল ডিসটেন্সিং নাই; কিন্তু আদা এবং লেবু নিয়ে ব্যস্ত। একজন এসে বললেন, ‘স্যার লটকন আছে, এটাও সাহায্য করে’। নতুন কিছু শিখে ফেললাম।

এরমধ্যে রহিম ভাই নামে একজন আছেন, উনাকে জিজ্ঞেস করলাম, মাস্ক কোথায়? উনি বলে ফেললেন, ‘মাস্ক প্লেনে চাইছিলাম, দেয় নাই। এয়ারপোর্টে চাইছিলাম, দেয় নাই। এখনো আমার কাছে নাই’। আবারো অবাক হলাম। মানুষগুলো বেসিক যে প্রয়োজনীয়তা সেগুলো উপলব্ধি করছেন না। তার বদলে লেবু, আদা, লটকন সবাই আছে। তাই তারাহুড়া করে আমাদের স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে শ’ দুয়েক মাস্ক আনিয়ে নিলাম। দেশের মানুষকে বিনামূল্যে দেয়ার জন্যে এগুলো আগেই কিনে রেখেছিলাম।

দেখুন: কাল মুক্ত হচ্ছেন ডা ফেরদৌস

আজ কর্তৃপক্ষের মাধ্যমে এই দুই’শ মাস্ক নতুন যাত্রীদের মধ্যে বিতরণ করলাম। সাথে সেটাও জানিয়ে দিলাম, সামাজিক দূরত্ব কি এবং কিভাবে তাদেরকে সেগুলো মেনে চলতে হবে। তারাও খুশি। এরমধ্যে এসে গেলো কেটে আনা ফ্রেশ কাঁচা আম। লবন দিয়ে খাওয়ার জন্য। ধন্যবাদ বেলার। ধন্যবাদ নতুন যাত্রীদেরকে। সবাই সুস্থ্য থাকুন। [ফেসবুক থেকে সংগৃহীত]

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬