এই পোড়া দেশে কেমন করে জন্ম হলো আপনার মতো মানুষের?

আসিফ নজরুল ও জাফরুল্লাহ চৌধুরী
আসিফ নজরুল ও জাফরুল্লাহ চৌধুরী  © টিডিসি ফটো

সেরা মানুষ, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। মানুষ প্রশংসা করে জাফরুল্লাহ চৌধুরীর দেশপ্রেম আর কাজের। এসব তো অবশ্যই অতুলনীয়। কিন্ত ‍আমি প্রশংসা করি তার ধৈর্য ও সহনশীলতারও।

এর একটা বড় প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক কালের টক-শোগুলোতে। এরমধ্যে কিছু টক-শোতে তার সহনশীলতা ছিল অতিমানবিক ধরনের। যাদের সাথে অংশ নেন উনি এসব অনুষ্ঠানে, এদের কারো কারো কথা শুনলে আমারি রাগে আর ঘৃনায় গা রি রি করতে থাকে। এতো সম্মানী একজন মানুষ হয়ে জাফর ভাই এদের অবান্তর, অশালীন, অজ্ঞতাপ্রসূত কথাবার্তা শুনে মাথা ঠান্ডা রাখেন কিভাবে? কিভাবেই বা যান এসব অনুষ্ঠানে?

তারচেয়ে বড় বিস্ময় হচ্ছে কিছু অদ্ভূত মানুষের সাথে গণস্বাস্থ্যের কিট নিয়ে তার অনন্ত সংগ্রাম। এদের হীনমন্যতা আর নির্মমতার সাথে আর কতো লড়বেন জাফর ভাই? কোথায় থেকে পান এতো দায়িত্ববোধ, দেশপ্রেম, কাজের স্পৃহা, মনোবল?

আমার কাছে আপনি এসময়ের সেরা মানুষ, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। পঞ্চাশ বছর ধরে চলছে মানুষের মুক্তি আর কল্যাণের জন্য আপনার বিরামহীন নি:স্বার্থ যুদ্ধ।

এই পোড়া দেশে কেমন করে জন্ম হলো আপনার মতো মানুষের? [ফেসবুক থেকে সংগৃহীত]


সর্বশেষ সংবাদ