দেশটা কী মগের মুল্লুক হয়ে গেল?

১১ নভেম্বর ২০১৯, ০৪:২০ PM
শরিফুল হাসান

শরিফুল হাসান © ফাইল ফটো

দেশটা কী মগের মুল্লুক হয়ে গেল? নামে বেনামে ক্ষমতায় থাকলে যা ইচ্ছে তাই বলা যায়? নয়তো নূর হোসেন যেখানে একটা বিপ্লবের নাম, একটা চেতনার নাম, সেখানে কী করে তাকে ইয়াবাখোর, ফেনসিডিলখোর বলার সাহস পায় জাতীয় পার্টির লোকজন?

আশা করি আমাদের মনে আছে, এই দেশে স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে ছাত্র, তরুণসহ নানা পেশার বহু মানুষের বহু ত্যাগ তীতিক্ষা আছে। কতোজনের স্বপ্ন গেছে, কতোজন মার খেয়েছে, কতোজনের জীবনের সব স্বপ্ন বদলে গেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই হিসেব নেই। সেই বাংলাদেশে কী করে নূর হোসেন বা ডাক্তার মিলনকে নিয়ে স্বৈরাচাররা তাহলে এমন উক্তি করার সাহস পায়?

আমি খুব বিস্ময়ে দেখছি, শহীদ নূর হোসেন এভাবে গালি দেওয়ার পরেও আওয়ামী লীগের তরফ থেকে বড় কোন প্রতিবাদ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনিই তো মরে যাওয়ার আগে নূর হোসেনকে শেষবার দেখেছিলেন। তাহলে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে কিছু বলছেন না কেন? সেই সময়ের ছাত্রনেতারাই বা কোথায়? আমি মনে করি জাতীয় পার্টির নেতাদের ক্ষমা চাওয়া উচিত। একইসাথে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা হওয়া উচিত। নয়তো এইসব কুলাঙ্গাররা একদিন সত্যই সত্যিই ইতিহাস বিকৃত করে ফেলবে।

হ্যাঁ, নূর হোসেন বা ডাক্তার মিলনরা যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন সেই গণতন্ত্র আমরা পাবো এমন আশা করি না কিন্তু এটুকু আশা করছি নব্বইয়ের আন্দোলনে বিশ্বাসী প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা মানুষ নূর হোসেনদের গালিগালাজ বা অপমানের প্রতিবাদে সরব হবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

জামায়াতের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার : মাহদী
  • ২৪ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বগুড়াকে সিটি করপোরেশন করা হবে: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ৩০ প্রার্থীর মধ্যে উচ্চশিক্ষিত ২৬ জন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬