দেশটা কী মগের মুল্লুক হয়ে গেল?

১১ নভেম্বর ২০১৯, ০৪:২০ PM
শরিফুল হাসান

শরিফুল হাসান © ফাইল ফটো

দেশটা কী মগের মুল্লুক হয়ে গেল? নামে বেনামে ক্ষমতায় থাকলে যা ইচ্ছে তাই বলা যায়? নয়তো নূর হোসেন যেখানে একটা বিপ্লবের নাম, একটা চেতনার নাম, সেখানে কী করে তাকে ইয়াবাখোর, ফেনসিডিলখোর বলার সাহস পায় জাতীয় পার্টির লোকজন?

আশা করি আমাদের মনে আছে, এই দেশে স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে ছাত্র, তরুণসহ নানা পেশার বহু মানুষের বহু ত্যাগ তীতিক্ষা আছে। কতোজনের স্বপ্ন গেছে, কতোজন মার খেয়েছে, কতোজনের জীবনের সব স্বপ্ন বদলে গেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই হিসেব নেই। সেই বাংলাদেশে কী করে নূর হোসেন বা ডাক্তার মিলনকে নিয়ে স্বৈরাচাররা তাহলে এমন উক্তি করার সাহস পায়?

আমি খুব বিস্ময়ে দেখছি, শহীদ নূর হোসেন এভাবে গালি দেওয়ার পরেও আওয়ামী লীগের তরফ থেকে বড় কোন প্রতিবাদ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনিই তো মরে যাওয়ার আগে নূর হোসেনকে শেষবার দেখেছিলেন। তাহলে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে কিছু বলছেন না কেন? সেই সময়ের ছাত্রনেতারাই বা কোথায়? আমি মনে করি জাতীয় পার্টির নেতাদের ক্ষমা চাওয়া উচিত। একইসাথে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা হওয়া উচিত। নয়তো এইসব কুলাঙ্গাররা একদিন সত্যই সত্যিই ইতিহাস বিকৃত করে ফেলবে।

হ্যাঁ, নূর হোসেন বা ডাক্তার মিলনরা যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন সেই গণতন্ত্র আমরা পাবো এমন আশা করি না কিন্তু এটুকু আশা করছি নব্বইয়ের আন্দোলনে বিশ্বাসী প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা মানুষ নূর হোসেনদের গালিগালাজ বা অপমানের প্রতিবাদে সরব হবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান হামলা, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গ্রীনল্যান্ডে পেঙ্গুইনের সঙ্গে হাঁটছেন ট্রাম্প, এআই ছবি প্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইঞ্জিনের ত্রুটিতে চাঁদপুরে আটকে মেঘনা এক্সপ্রেস, দুর্ভোগে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬