শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. উত্তম কুমারের বদলির আদেশের বিরুদ্ধে সমালোচনায় হাসপাতালটির উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবাবিভাগ থেকে ডা. মোর্শেদকে এ নোটিশ পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের স্বাক্ষরে জারি করা এই শোকজে বলা হয়েছে, হাসপাতালের সাবেক পরিচালকের (ভারপ্রাপ্ত) বদলি আদেশের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন।
ওই মতবিনিময় সভায় সরকারি আদেশের সমালোচনা ও বিষোদগার করা হয়, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯–এর পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩ (বি) বিধি মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় আপনার এমন কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।
হাসপাতালের উপপরিচালক কে এম মামুন মোর্শেদ শোকজের বিষয়ে বলেন, আমরা সদ্য সাবেক পরিচালক উত্তম কুমার বড়ুয়ার জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে অনেকেই আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেলেছেন। দাদা এত দিন আমাদের সঙ্গে কাজ করেছেন। এ ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে অনেকে কিছু কথা বলেছেন। এখন যেহেতু অনুষ্ঠানটি আমি আয়োজন করেছিলাম, তাই দায়ভার আমার ওপর পড়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিন ধরনের যন্ত্রপাতি কেনাকাটায় ৬ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার আর্থিক অনিয়ম করায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়াসহ তিন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
অভিযুক্ত অন্য দুই চিকিৎসক হলেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সৌমিত্র সরকার ও নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রতন দাস গুপ্ত। পরে ৩ নভেম্বর উত্তম কুমার বড়ুয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ওএসডি রাখার কথা বলা হয়েছে।