ডেঙ্গু © প্রতীকী ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলে গেলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৭১ ব্যাচের শিক্ষার্থী ডা. ইফফাত মোকাররমাহ ঐশী। তিনি ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
ডা. ইফফাত মোকাররমাহ ঐশী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত ছিলেন।
জানা গেছে, ডা. ঐশী লিভারজনিত মস্তিষ্ক বিকার, জটিল ডেঙ্গু এবং গর্ভাবস্থাজনিত হেল্প সিনড্রোমে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় তার মৃত্যু হয়।
সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় অধিদফতরের মহাপরিচালকসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।