বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু ২৮ জুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৩২ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ঐচ্ছিক মাইগ্রেশন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বেসরকারি ডেন্টাল কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্ব-অর্থায়নে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে রবিবার (২৮ জুন)।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ঐচ্ছিক মাইগ্রেশন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২৮ জুন থেকে ৭ জুলাই ২০২৫ পর্যন্ত। এ সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন এখানে