বেসরকারি মেডিকেলে ভর্তির প্রাথমিক ফল আজ

ক্লাসে শিক্ষার্থীরা
ক্লাসে শিক্ষার্থীরা  © ফাইল ফটো

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রাথমিক নির্বাচিতদের ফল আজ প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, গত ৬ জুন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু হয়। যা চলে ১০ জুন পর্যন্ত। ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের ফি জমা দিতে পেরেছেন। ভর্তির জন্য নির্বাচিতদের আজ মঙ্গলবার থেকে মেসেজ পাঠানো শুরু হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দুপুর থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস পাঠানোর কথা ছিল। তবে টেলিটক এখনো তালিকা প্রস্তুত করতে না পারায় মেসেজ পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। দ্রুতই মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

ওই সূত্র আরও জানায়, যারা প্রথম দফায় ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদের আগামী ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। আগামী ২০ জুন দ্বিতীয় ধাপে নির্বাচিতদের মেসেজ পাঠানো শুরু হবে। ভর্তির চূড়ান্ত মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ২৭ জুন।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল) ডা. উপল সীজার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটক এখনো তালিকা প্রস্তুত করতে পারেনি। সেজন্য শিক্ষার্থীরা এখনো মেসেজ পাওয়া শুরু করেনি। আশা করছি সন্ধ্যার মধ্যেই শিক্ষার্থীদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।


সর্বশেষ সংবাদ