হাটহাজারী মাদ্রাসার নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি ইয়াহিয়া

মুফতি ইয়াহিয়া
মুফতি ইয়াহিয়া   © সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইয়াহিয়া। মনোনীত নতুন মহাপরিচালক আব্দুস সালাম মারা যাওয়ায় ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পেলেন তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক শেষে তাকে ভারপ্রাপ্ত মহাপরিচালক ঘোষণা করা হয় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

মাওলানা সালাহউদ্দিন বলেন, বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হাটহাজারী মাদ্রাসার সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি মজলিশে শূরার বৈঠকে মুফতি আব্দুস সালামকে মহাপরিচালক, মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহকারি পরিচালক করার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর এটি ঘোষণার কথা থাকলেও তার আগেই মনোনীত নতুন মহাপরিচালক আব্দুস সালাম মারা যান। এরপর মজলিশে শূরা মাওলানা ইয়াহহিয়া সাহেবকে ভারপ্রাপ্ত মহাপরিচালক ঘোষণা করেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি মাওলানা ইয়াহইয়া আলমপুরী ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে হাটহাজারী মাদ্রাসার নুরানি বিভাগে শিক্ষা শুরু করে ১৯৭৩ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পাশের মাধ্যমে শিক্ষাজীবন সমাপ্ত করেন। একই বছর হাটহাজারীর গড়দুয়ারা মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা শেষে ১৯৯১ সালে হাটহাজারী মাদ্রাসায় যোগদান করেন।

২০২০ সালের ২১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত মজলিশে শূরার বৈঠকে মসলিশে এদারি (মাদ্রাসা পরিচালনা বোর্ড)-এর সদস্য নির্বাচিত হন মাওলানা ইয়াহইয়া। এরপর পেলেন ঐহিত্যবাহী এই প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্ব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence