দাওরায়ে হাদিসের ফল পুনঃনিরীক্ষণ ৯ আগস্ট পর্যন্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১২:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২১, ১২:৩৫ PM
২০২১ সালের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফলাফল পুনঃনিরীক্ষণের সময় নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৯ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। যেকোন শিক্ষার্থী সর্বোচ্চ তিন কিতবা পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
আজ সোমবার (১৯ জুলাই) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রকাশিত দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলে কোন অসঙ্গতি দেখা দিলে বা কোন আপত্তি থাকলে তা নিরসনের জন্য এবং নজরে সানী (পুনঃনিরীক্ষণ) করাতে চাইলে প্রতি কিতাবের জন্য (সর্বোচ্চ ৩ কিতাব) মূল পরীক্ষার সমপরিমাণ ফিসহ ৩০/১২/১৪৪২ হিজরীর মধ্যে স্ব স্ব বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে।
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল দেখুন এখানে
এর আগে, গতকাল রবিবার (১৮ জুলাই) ২০২১ সালের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফল প্রকাশিত হয়। এতে পাসের হার ৭৩ দশমিক ২৫ শতাংশ। পাসের দিক থেকে ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৭৯ দশমিক ৪২ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ৬৩ শতাংশ।