লকডাউনে কওমি মাদ্রাসা খোলা রাখার দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৬:১৪ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২১, ০৬:১৪ PM
করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে কওমি মাদ্রাসা খোলা রাখাসহ বেশকিছু দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। রবিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় একটি বৈঠক অনষ্ঠিত। বৈঠক শেষে দাবির বিষয়ে জানানো হয়েছে।
সংগঠনের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রায় ৩৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও গ্রেফতারের বিষয়টি সভায় আলোচনার এজেন্ডা হিসেবে ছিল।
হেফাজতে ইসলামের দাবিগুলো হলো- হেফাজতের নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, করোনার অজুহাতে কওমি মাদ্রাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার করে কওমি মাদ্রাসা লকডাউনের আওতামুক্ত রাখতে হবে।
এছাড়া পবিত্র রমজান মাসে খতমে তারাবি, ইতিকাফসহ কোনো ধরনের ইবাদতে বাধা প্রদান করা যাবে না, ধর্মীয় উপাসনালয় মসজিদকে সম্পূর্ণ লকডাউনের আওতামুক্ত রাখতে হবে এবং প্রশাসন কর্তৃক মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে তথ্য সংগ্রহের নামে হয়রানি বন্ধেরও দাবি জানানো হয়েছে।
এদিকে, এর আগে গত মঙ্গলবার (৬ এপ্রিল) এতিমখানা ছাড়া দেশের সব কওমি, আবাসিক-অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদ্রাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপন জারি করে। আগামী ২২ মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানায় সরকার।