৯ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে না ফেরার দেশে তা’মীরুল মিল্লাতের জেনিফা

০৮ মে ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৬ PM
৩০ এপ্রিল জেনিফার আহতের খবরে তার সহপাঠীদের সড়ক অবরোধ

৩০ এপ্রিল জেনিফার আহতের খবরে তার সহপাঠীদের সড়ক অবরোধ © সংগৃহীত

টানা ৯ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানী ঢাকার ডেমরাস্থ তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী জেনিফা ইয়াসমিন (১৫)। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৩টা ২২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

জানা গেছে, গত ৩০ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কাকরাইলের অরো স্পেশালাইজড হসপিটালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যু তাকে ছিনিয়ে নেয়।

তার এই অকাল মৃত্যুতে তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা পরিবার, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গভীরভাবে শোকাহত। শিক্ষকরা জানান, জেনিফা একজন ভদ্র, বিনয়ী এবং পড়ালেখায় অত্যন্ত অগ্রগামী ছাত্রী ছিলেন। তার এই অকাল মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মিজানুর রহমান বলেন, আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারকে এই দুঃসহ মুহূর্তে ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জানা গেছে, মৃত জেনিফার জানাজা নামাজ আজ বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নার্স ও চিকিৎসকদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুবির ৩ রোভার
  • ০৭ জানুয়ারি ২০২৬
নিরপেক্ষ ভেন্যুর দাবি নাকচ, বাংলাদেশকে ভারতেই খেলতে বলল আইস…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জুলাই হামলায় বহিষ্কৃতসহ ৫ বহিষ্কৃত কর্মকর্তা বৈধ ভোটার
  • ০৭ জানুয়ারি ২০২৬
এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ
  • ০৭ জানুয়ারি ২০২৬