অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীরা হবেন দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসা কমিটির সভাপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসার এডহক কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে লাগবে অনার্স ও মাস্টার্স পাশ। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত) এর আওতাধীন সব বেসরকারি মাদ্রাসায় প্রবিধান ৩৯ অনুযায়ী এডহক কমিটি গঠনপূর্বক উক্ত এডহক কমিটির সভাপতি ও গভর্নিং বডির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে নির্দেশনা প্রদান দেয়া হলো।
আরও পড়ুন: ‘আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা মূল থেকে ধ্বংস করে দেয়া হয়েছে’
নির্দেশনা হলো-এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যায়ের মাদ্রাসার ক্ষেত্রে কামিল বা স্নাতকোত্তর এবং দাখিল পর্যায়ের মাদ্রাসার ক্ষেত্রে ফাযিল/স্নাতক পাশ হতে হবে।
এ ছাড়াও বিদ্যমান পরিস্থিতিতে উপরিউক্ত নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ/সুপার ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হলো।