এক মাদরাসা থেকেই জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন

উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা  © সংগৃহীত

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দাখিলে রেকর্ড সংখ্যক ৮৫৭ জন জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।  মাদ্রাসার তিনটি ক্যাম্পাস হলো– তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালক ও বালিকা) টঙ্গী ক্যাম্পাস, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল-ডেমরা। এ ফলাফল প্রকাশের পর মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

চলতি বছর সারাদেশে দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। এর আগে রবিবার (১২ মে) ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মাদরাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ৭৬২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। সাধারণ বিভাগে ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার মীরহাজিরবাগ ক্যাম্পাস থেকে এবার ৩৬৯ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮৮ পরীক্ষার্থীর মধ্যে ১৫৯ জন জিপিএ-৫ পেয়েছে। সাধারণ বিভাগে ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ঢাকার মাতুয়াইল থেকে এ বছর ২১০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১০১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। সাধারণ বিভাগে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

মাদ্রাসার ভালো ফলাফল অর্জনের প্রতিক্রিয়ায় টঙ্গীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো: মিজানুর রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি গণমাধ্যমকে জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। 

আগামীতে আরো ভালো করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

তিনি আরো যোগ করেন, দেশে যখন ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা তৈরি হয়েছে তখন তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রুতিতে ২০২৩- ২০২৪ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় ১ হাজার ৬০০ ছাত্র-ছাত্রী তা’মীরুল মিল্লাত মাদরাসায় ভর্তি হয়েছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় তিনি মহান আল্লাহর কাছে তাওফিক ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence