মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

মাদ্রাসার এমপিওভুক্ত  শিক্ষক-কর্মচারীদের জুন (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। তারা আগামী ১৬ জুলাই পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

বুধবার (১২ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের  উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের জুন-২০২৩ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে তারিখে হস্তান্তর করা হয়েছে। এমপিওর স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-০৩ তারিখ ১২-০৭-২০২৩

এতে আরও বলা হয়েছে  শিক্ষক- কর্মচারীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত ব্যাংক হতে জুন মাসের বেতন- ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।


সর্বশেষ সংবাদ