কওমি মাদরাসা শিক্ষক পরিষদের আত্মপ্রকাশ

গাজীপুর কাপাসিয়া মাদরাসায় দাওয়াতুল হকে উলামা মাশায়েখ সম্মেলন
গাজীপুর কাপাসিয়া মাদরাসায় দাওয়াতুল হকে উলামা মাশায়েখ সম্মেলন  © সংগৃহীত

কওমি অঙ্গনে বিশৃঙ্খলা দূর করতে ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত ও সুসংগঠিত করার লক্ষে ‘কওমি মাদরাসা শিক্ষক পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান চৌধুরী পীর সাহেবকে সভাপতি ও জামিয়া ইসলামিয়া তালীমুস সুন্নাহ থানুভীনগর মুগদার মুহতামিম মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদীকে সংগঠনটির মহাসচিব নির্বাচন করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) গাজীপুর কাপাসিয়া দেওনায় অবস্থিত মাদরাসায় দাওয়াতুল হকে উলামা মাশায়েখ সম্মেলনে এই অরাজনৈতিক সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি প্রিন্সিপাল মিজানুর রহমান বলেন, ধর্মীয় শিক্ষা আজ অস্তিত্ব সঙ্কটে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা সংকোচনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

এসময় সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো, জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা; পাবলিক সিলেবাসে অষ্টম শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা ও পাবলিক পরিক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক করা।

এর আগে সভায় সর্বসম্মতিক্রমে খাদেমুস সুন্নাহ অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনাকে সভাপতি, মাওলানা আশেকে মোস্তফাকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জী, সূফি ইকবাল নরসিংদী, মাওলানা হামেদ জাহেরীকে সহ-সভাপতি, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদীকে মহাসচিব, মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ, কাজী মুঈনুদ্দীন আহমদ, মুফতি রাফি বিন মুনিরকে যুগা মহাসচিব, হাফেজ মাওলানা জাকারিয়াকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা খালেদ সাইফুল্লাহকে কোষাধ্যক্ষ, মাওলানা আব্দুল বাতেন কাসেমীকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মাওলানা আব্দুল হক হক্কানীকে প্রচার সম্পাদক, শাইখুল হাদীস মাওলানা আব্দুল মাজীদ সাহেবকে প্রশিক্ষণ সম্পাদক, মুফতি ইরশাদুল ইসলাম আলমগীরকে শিক্ষক ও কর্মচারী কল্যাণ সম্পাদক, মুফতি নজরুল ইসলামকে ছাত্র বিষয়ক সম্পাদক, মাওলানা হারুন অর রশীদ বিক্রমপুরীকে দপ্তর সম্পাদক, মাওলানা ইমাদুদ্দীনকে প্রকাশনা সম্পাদক, সুফি মাইনুর রহমানকে আন্তর্জাতিক সম্পাদক, এ্যাড. মতিউর রহমানকে আইন সম্পাদক নির্বাচিত করা হয়। মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, মুফতি আহমদ আলী সাহের প্রমুখকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence