রাস্তায় কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিল ২ মাদ্রাসাছাত্রী

  © সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে মাদ্রাসায় যাওয়ার সময় কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা ফেরত দিয়েছে দুই ছাত্রী। টাকা ফেরত দেওয়ায় ওই দুই ছাত্রী মাদরাসা ও এলাকায় প্রশংসায় ভাসছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার আড়াইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তারা দুজন হলো মারিয়া ও রাবিয়া।

স্থানীয়রা জানান, সকালে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী মারিয়া ও তার সহপাঠী রাবিয়া রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল। তারা আড়াইপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় টাকার বান্ডিল দেখতে পেয়ে মারিয়া হাতে নেয়। এরপর তারা আশপাশের লোকজনকে টাকা পাওয়ার বিষয়টি জানান। এ সময় তারা টাকা ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিকের খোঁজ করেন। এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে টাকার প্রকৃত মালিক প্রবাসী আশরাফ হোসেন সেখানে ছুটে যান। পরে স্থানীয় ও শিক্ষকদের উপস্থিতিতে ওই দুই ছাত্রী আশরাফ হোসেনকে টাকা ফেরত দেয়।

আশরাফ হোসেন বলেন, আমি ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে বাড়িতে ফিরতেছিলাম। এক পর্যায়ে টাকাগুলো হারিয়ে যায়। পরে ওই দুই ছাত্রীর টাকা পাওয়ার বিষয়টি জানতে পেরে আড়াইপাড়া বাজারে ছুটে যাই। তারা আমার সব টাকাই ফেরত দিয়েছে। টাকাগুলো আমার অনেক প্রয়োজন ছিল। আমি তাদের সততায় মুগ্ধ।

কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী বলেন, আমার মাদ্রাসার দুই ছাত্রী এক লাখ টাকা কুড়িয়ে পেয়েছিল। পরে তারা টাকাগুলো প্রকৃত মালিককে ফেরত দিয়েছে। তারা ইচ্ছা করলে টাকাগুলো মেরে দিতে পারতো, কিন্তু তারা তা করেনি। আমি তাদের সততা দেখে অনেক খুশি হয়েছি। এমন সততার জন্য তারা মাদ্রাসা ও এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। টাকার মালিক তাদের দুজনকে তিন হাজার টাকা উপহার দিয়েছে।


সর্বশেষ সংবাদ