ভোটের ফল বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা

০৩ মার্চ ২০২০, ১২:১৭ PM

© টিডিসি ফটো

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার সকালে এ মমলা দায়ের করেন তিনি, যেখানে আসামি করা হয়েছে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ থেকে মেয়র পদে জয়ী শেখ ফজলে নুর তাপসসহ আট জনকে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে উপস্থিত হয়ে তিনি এই মামলা করেন।

এর আগে, সোমবার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে নির্বাচন কমিশন ও আতিকুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা দায়ের করেন তিনি। আদালতে উপস্থিত হয়ে তাবিথ সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটিতে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন। ২রা ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশের পর শপথও নিয়েছেন মেয়র ও কাউন্সিলরারা।

 

ট্যাগ: রাজনীতি
মাধ্যমিকের সব বই ১৫ জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা : এনস…
  • ০৪ জানুয়ারি ২০২৬
কাঠের নৌকায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২৭৩ জন আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
সিটি ব্যাংক চাকরি, আবেদন স্নাতক পাসেই, কর্মস্থল ঢাকা
  • ০৪ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
  • ০৪ জানুয়ারি ২০২৬
এইচএসসির ফরম পূরণের নতুন তারিখ জানাল ঢাকা শিক্ষা বোর্ড
  • ০৪ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ জামায়াতের
  • ০৪ জানুয়ারি ২০২৬