কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৪:২১ PM , আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৪:২৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। মঙ্গলবার কলা ও মানবিক অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।
সম্মেলনে আলাদা আলাদা অধিবেশনে মোট তিনটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ‘অন্য রবীন্দ্রনাথ’ প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।
ইংরেজি বিভাগের প্রধান মো. আলী রেজওয়ান তালুকদারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে ‘উইলিয়াম শেক্সপিয়র’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ। শেষ অধিবেশনে বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে ‘সাহিত্যতত্ত্ব বাংলা ভাষা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।
এছাড়া তিনটি অধিবেশন শেষে বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।