কবিতা: মৃত্যুকথন
- ড. এ কে এম গােলাম রব্বানী
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ১১:৫৭ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২০, ১২:৫৪ PM
মৃত্যু এক বর্ণ পরিচয়হীন নাম
যার নিজের কোন মৃত্যু নেই ।
মৃত্যু স্বপ্নের মৃত্যু ঘটায়
যার কোন হৃদয় নেই।
মৃত্যু এক আকস্মিক আগন্তক
যার কোন বয়স নেই।
মৃত্যু এমন এক পথ চলা
যার কোন অভিজ্ঞতা নেই।
মৃত্যু সর্বদা গমনাগমন করে
যার কোন অবয়ব নেই।
মৃত্যু এক অনিবার্য পরিণতি
যার কোন অবসান নেই।
***সভ্যতার এই মহাসংকটে করোনা মহামারীতে যাদের হারিয়েছি
তাদের অন্তহীন যাত্রার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত।
ড. এ কে এম গোলাম রব্বানী: অধ্যাপক ও প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়