জানুয়ারিতে সুশান্তের সঙ্গে ইউরোপ সফর, পরে অস্বীকার রিয়া চক্রবর্তীর!

২৩ জুন ২০২০, ০১:৫৪ PM

© সংগৃহীত

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাল বন্ধু রিয়া চক্রবর্তী। গত ৮ বছর ধরে তাঁরা একে অপরকে চেনেন কিন্তু বন্ধুত্ব ছাড়া তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই বলে গত এপ্রিলে দাবি করেন রিয়া চক্রবর্তী। অর্থাৎ সুশান্তের মৃত্যুর দু’মাস আগেই সম্পর্ক অস্বীকার করেন প্রয়াত অভিনেতার প্রেমিকা।

জানা গেছে, গত জানুয়ারি মাসে সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তী একসঙ্গে ইউরোপ ট্যুরে বের হন। সেখানেই তাঁদের দুজনকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। সুশান্ত এবং রিয়ার সেই ছবি প্রকাশ্যে আসার পর জেলেবি অভিনেত্রী তাঁদের অস্বীকার করেন তাঁদরে সম্পর্ককে।

এদিকে সুশান্তের মৃত্যুর পর রিয়া জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যেখানে রিয়া দাবি করেন, সুশান্তের ফ্ল্যাট ছেড়ে তিনি বের হতে চাননি। কিন্তু সুশান্তকে নিজের মতো করে থাকতে দিতে চান, সেই কারণেই তিনি ওই অ্যাপার্টমেন্ট ছাড়েন বলে দাবি করেন রিয়া। শুধু তাই নয়, গত ৬ মাস ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত। সেই কারণে তাঁকে ওষুধও খেতে হচ্ছিল বলে পুলিশের কাছে দাবি করেন অভিনেত্রী।

যদিও জানা যাচ্ছে, রিয়ার কথায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছে পুলিশ। ফলে রিয়াকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

সূত্র: জি নিউজ

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চা…
  • ২৫ জানুয়ারি ২০২৬