তিন দিনব্যাপী আন্তর্জাতিক পুষ্পমেলা শুরু

০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:২৪ PM

© সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে '১ম আন্তর্জাতিক পুষ্পমেলা'। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইউএসএআইডি ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) এর সহযোগীতায় মেলার আয়োজন করেছে  ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথোরিটি এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সেক্রেটারী ইনচার্জ মো.নাসিরুজ্জামান।

মেলায় দেশী-বিদেশী বিভিন্ন রকমের ফুল প্রদর্শন ছাড়াও ফুল চাষের সমস্যা, সম্ভাবনা ও সার্বিক অবস্থা দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়। এছাড়া আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। 

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রজেক্ট কো অর্ডিনেটর খন্দকার আনোয়ার কামাল জানান, এবারের মেলায় মোট ৭০টি স্টল অংশগ্রহণ করবে।  যার মধ্যে বাংলাদেশ থেকে ৫৫ টি, নেপাল ও মালয়েশিয়া থেকে ২টি, ভুটান থেকে ৩টি ও ভারত থেকে ৮টি। মেলা চলবে বৃহস্পতি থেকে শনিবার  সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।  প্রথম দিন পুষ্প প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশে ফুল চাষে বিনিয়োগ সংক্রান্ত সুযোগ-সুবিধা শীর্ষক সেমিনার ও সন্ধ্যায় লোকসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মেলায় যে কেউই বিনামূল্যে প্রবেশ করতে পারবে। তাছাড়া অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে www.dhakachamber.com/exhibition এই ওয়েবসাইটে।

সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬