অধ্যাপক আনিসুজ্জামান
মোড়ক উন্মোচনে অধ্যাপক আনিসুজ্জামান © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ইমেরিটাস অধ্যাপক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন বই প্রকাশ হচ্ছে সন্তান জন্মদানের মত। আর প্রথম বই প্রকাশের আনন্দ হচ্ছে প্রথম সন্তান জন্মদানের মত। রোববার (১১ নভেম্বর) ঢাবির আর.সি.মজুমদার অডিটারিয়ামে নবীন লেখক গুলসান নাসরীন চৌধূরীর প্রথম কবিতার বই “সোনা রোদ” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে এ মন্তব্য করেন।
আনিসুজ্জামান বলেন, ‘সোনা রোদ’ বইয়ের মধ্যে কবির আবেগ ও ভালোবাসার প্রকাশ পেয়েছে। সে ভালোবাসা তার প্রেমিকের জন্য, মায়ের জন্য, দেশের জন্য ও প্রকৃতির জন্য। এ বইটি পড়ে আমরা আনন্দ পেয়েছি। আশা করি এই লিখেই তিনি থামবেন না। তিনি ক্রমশই লিখবেন। তার তার সমালোচনা সত্তা দিয়ে নিজের বইয়ের বিচার বিশ্লেষণ করবেন এবং আমাদের আর ভালো ভালো বই উপহার দিবেন। আমি কবিকে অভিনন্দন জানাই এবং তার জন্য শুভকামনা করি।
অনুষ্ঠানে ‘সোনা রোদ’ এর লেখক নবীন কবি গুলসান নাসরীন চৌধূরীর স্বামী এবং তিন ছেলে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নবীন কবি গুলসান নাসরীন চৌধূরী বলেন, এই বইয়ে যা লিখেছি তা শুধুমাত্র নিজের জন্য এবং ডাইরির পাতা ভরার জন্য। পৃথিবীর চারপাশে ভালোবাসার অভাব, মূল্যবোধের অভাব। আমরা ভালোবাসার মাধ্যমে পৃথিবীর সব অশান্তি দূর করতে পারি।
সোনা রোদের প্রকাশক বিপ্লব ফারুক বলেন, সাহিত্য সেবা এক ধরণের মহৎ সেবা । সে সেবার জন্য আমার চেষ্টা অব্যাহত আছে। আজকের এদিনে কবিদের অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসা উচিত তবেই এদেশে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবে।
নওজেস আলী খান বলেন, আজকে একজন কবির নবজন্ম হয়েছে। ভালোবাসা কবিতার জন্য , যারা কবিতা পড়ে না তারা ভালোবাসতে পারেনা। এ কবির মনে ভালোবাসা রয়েছে এবং শিশুকাল থেকেই তা প্রসারিত হয়েছে। উনার দীর্ঘজীবন কামনা করছি।
বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট হারুনুর রশীদ বীর প্রতিক বলেন, বাঙালী মাত্রই কবিতা ভালোবাসে। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আর সে সুন্দর বাংলাদেশের জন্য আমাদের নিজেদের বদলাতে হবে। এই কবিতার বইয়ে কবি সেরকম ভালোবাসা আর নিজেকে বদলানোর কথাই তুলে ধরেছেন।
অনুষ্ঠানে এসময় আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট হারুনুর রশীদ বীর প্রতিক, এটিএন বাংলার উপদেষ্টা নওজেস আলী খান, সোনা রোদের প্রকাশক বিপ্লব ফারুক প্রমূখ।