পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাই : তিন আসামি কারাগারে

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা   © ফাইল ফটো

আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে পুলিশের চোখে স্প্রে করে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন- আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান। 

আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, এ আসামিরা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। গত ৩০ সেপ্টেম্বর মামলার দিন ধার্য ছিল। তবে ওইদিন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এজন্য জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তিনি বলেন, ‘এ তিন আসামি অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। গত ৩ ডিসেম্বর ধার্য তারিখে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করি। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। আজ আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার বিবরণ থেকে, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় ঢাকার সন্ত্রাস বিরোধ ট্রাইবুনালের তৎকালীন বিচারক মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিলো। মামলায় আসামির সংখ্যা ২০ জন। এদের মধ্যে দুই আসামি জামিনে ছিলেন। তারা আদালতে হাজির হন। ৬ আসামি শুরু থেকে পলাতক। অপর ১২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ওইদিন ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

এরপর দুপুর সোয়া ১২টার দিকে আসামিদের আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মেইন গেটে আসলে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্পে নিক্ষেপ করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়েও যায় তারা। এ ঘটনায় রাতেই ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। এখন পর্যন্ত মামলাটিতে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence