পরীক্ষায় প্রথম হয়েও চাকরি না পাওয়ায় ডিসিসহ সাতজনের বিরুদ্ধে মামলা

১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ PM
বগুড়ার সদ্য সাবেক ডিসি হোসনা আফরোজা

বগুড়ার সদ্য সাবেক ডিসি হোসনা আফরোজা © সংগৃহীত ও সম্পাদিত

বগুড়ায় নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও ঘুষ না দেওয়ায় চাকরি না পাওয়ার অভিযোগে সদ্য সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিবাদীরা আদালতের তলব সত্ত্বেও জবাব না দেওয়ায় সংশ্লিষ্ট পদে নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারক।

জেলা সদরের মাটিডালী এলাকার শাহাদত হোসাইন এই মামলাটি করেছেন। তিনি নামুজা এসএসআই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ল্যাব সহকারী পদে আবেদন করেছিলেন। ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় তিনি ৩৪ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম হন। পরে তিনি নিয়োগ কমিটির স্বাক্ষরিত ফলাফলও পান।

অভিযোগ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী তাকে ডেকে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। শাহাদত ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ৬ অক্টোবর স্থানীয় পত্রিকায় একই পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর বিষয়টি তিনি জেলা প্রশাসক হোসনা আফরোজাকে জানালে কথিতভাবে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগও দাখিল করেন।

কার্যকর ব্যবস্থা না পেয়ে শাহাদত ৯ অক্টোবর প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন (মামলা নং–৭৩৯/২০২৫)।

তবে অধ্যক্ষ রুস্তম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চাকরি প্রার্থীর সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি।’ জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, অধ্যক্ষের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘নতুন জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি গঠন করা হবে।’

বাদীপক্ষের আইনজীবী জানান, বিবাদীরা সাত দিনের মধ্যে জবাব না দেওয়ায় আদালত নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে ১৬ নভেম্বর দায়িত্ব হস্তান্তর করে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব হিসেবে যোগদান করেছেন সাবেক ডিসি হোসনা আফরোজা। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সরকারি কৌঁসুলি (জিপি) শফিকুল ইসলাম টুকু জানান, ডিসির ব্যক্তিগত নামে মামলা হয়নি। দায়িত্বশীল পদে এ ধরনের মামলা প্রায়ই হয়ে থাকে।

 রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন …
  • ১৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য নির্দেশিকা: কম চিনি, বেশি প্রোটিন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্কুল বাস থেকে ঢাবির বাস, মেট্রো নিয়ে আবেগী শাহরিয়ার নাফিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9