জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশি কারাগারে

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা  © সংগৃহীত

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসা তিনজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক বখতিয়ার। তিনি বলেন, শুক্রবার (৪ জুলাই) ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক আবেদন করেন পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবেদনে বলা হয়, এই তিনজন মালয়েশিয়ায় জঙ্গি তৎপরতা চালিয়েছেন বলে দেশটির সরকার অভিযোগ করেছেন। তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই তদন্তকালীন সময়ে তাদের ৫৪ ধারায় আটক রাখার আবেদন করা হলো। 

এর আগে, শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান, জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে তিনজনকে দেশে পাঠানো হয়। এরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেটস বা আইএসের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলোকে অর্থ পাঠাতেন। আটকদের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি ১৬ জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন বলেও জানান দেশটির পুলিশ প্রধান। তার সন্দেহ, পুরো নেটওয়ার্কে ১০০ থেকে ১৫০ জনের সংশ্লিষ্টতা রয়েছে।

মালয়েশিয়া পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী আটক বাংলাদেশিরা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেটে ব্যবহার এর মাধ্যমে অর্থ পাঠাতেন। এই নেটওয়ার্কটি সিরিয়া ও বাংলাদেশে আইএসের সেলগুলোকে নিয়মিতভাবে সহায়তা করত।  


সর্বশেষ সংবাদ