আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

০২ জুলাই ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

সূত্রে জানা গেছে, ‘জুলাই গণঅভ্যুত্থান’ সংক্রান্ত একটি মামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ আনা হয় শেখ হাসিনা ও শাকিল বুলবুলের বিরুদ্ধে। গত ৩০ এপ্রিল প্রধান প্রসিকিউটর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন। সেদিনই ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে তাদেরকে ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়সীমায় কোনো জবাব না আসায় পরবর্তী নির্দেশে ২৫ মে তাদের আদালতে হাজির হতে বলা হয়।

এর আগে শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ এই বক্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে চিহ্নিত করে সিআইডি ফরেনসিক পরীক্ষা চালায় এবং বক্তব্যটির সত্যতা নিশ্চিত করে। এরপর আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়।

আইন অনুযায়ী, এ ধরনের মামলায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের জন্য আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা না থাকলেও ন্যায়বিচারের স্বার্থে আদালত শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন। পাশাপাশি, শুনানিতে সহায়তার জন্য একজন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ করা হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল বুলবুলের বক্তব্য সরাসরি আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে রায় দিয়েছে।

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9