বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এগোচ্ছে ডিআইইউ: ভিসি ড. জাহিদুল ইসলাম 

ড. জাহিদুল ইসলাম
ড. জাহিদুল ইসলাম  © টিডিসি ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মানসম্মত শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, সাশ্রয়ী খরচে উচ্চশিক্ষা ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম। সাক্ষাৎকারটির চুম্বক অংশ তুলে ধরা হলো-

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডিআইইউ-এর শিক্ষার মান আপনি কিভাবে মূল্যায়ন করবেন?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: বর্তমানে আমরা দেশের শীর্ষ ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছি। তবে আমাদের লক্ষ্য শীর্ষস্থানে জায়গা করে নেওয়া। এজন্য শিক্ষকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সৃজনশীল ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কী কী উদ্যোগ নিয়েছে?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: আমরা আন্তর্জাতিক মানের কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষণ পদ্ধতি এবং দক্ষ শিক্ষক নিয়োগে গুরুত্ব দিচ্ছি। প্রতিটি বিভাগে গবেষণাভিত্তিক প্রজেক্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া, আধুনিক ল্যাব ও লাইব্রেরি সমৃদ্ধকরণসহ বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়ানো হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, যেমন যৌন হয়রানি বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় ডিআইইউ কীভাবে কাজ করছে?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একাডেমিক ভবন ও আবাসিক হলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। যদিও এটি কিছুটা ব্যয়বহুল এবং হলগুলোর দূরত্ব বেশি, তবুও আমাদের প্রক্টরিয়াল বডি সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সুবিধা কতটা সক্রিয়?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য আগামী মাস থেকে একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী নিয়োগ দিচ্ছি। তিনি প্রতি সপ্তাহে দুই দিন ক্লাস নেবেন এবং কাউন্সেলিং সেবা প্রদান করবেন। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার চাপ বা ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে শিক্ষার্থীদের যে পরিমাণ খরচ হয়, সেটি কি বাস্তবসম্মত?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করতে ১০ লক্ষ বা তারও বেশি খরচ হয়, যা অনেক পরিবারের জন্য কষ্টকর। তবে ডিআইইউ-তে তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা নিতে পারে।

মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কী ধরনের বৃত্তি বা সহায়তা রয়েছে?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে মেধাভিত্তিক এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষকদের গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় কী উদ্যোগ নিচ্ছে?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: আমরা হিট প্রোজেক্ট পেয়েছি, যা গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে। এছাড়া, শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষা, সেমিনার, ওয়ার্কশপ এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। 

আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে শিক্ষক বিনিময় বা প্রশিক্ষণ কার্যক্রম আছে কি?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: হ্যাঁ, আমরা জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছি। এর ফলে শিক্ষকেরা নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করছেন, যা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে।

ক্লাসরুম সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় কি উদ্যোগ নিচ্ছে?

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম: বর্তমানে কিছুটা ক্লাসরুম সংকট রয়েছে। তবে রাজউক অনুমোদিত নতুন ৮ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে। ভবনটি সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও আধুনিক ক্লাসরুম সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence