জবির ছাত্রী হলে ছাত্রদলের ‘আচমকা প্রবেশ’, বিব্রত নারী শিক্ষার্থীরা

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল

বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল © ফাইল ফটো

বিনা অনুমতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ছাত্রদলের আহ্বায়ক হিমেলের প্রবেশ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে এই ঘটনা ঘটতে দেখা যায়।  

খোঁজ নিয়ে জানা যায়, আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে হলে রেখে যেতে আসেন তিনি। তবে হলের মূল ফটকের ভেতরে ছেলেদের প্রবেশের কোনো অনুমতি নেই।  

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক হিমেল কয়েকজন কর্মী নিয়ে হল গেটে আসেন। এরপর এক মেয়েকে হলে দিয়ে যেতে তিনি ভেতরে ঢুকে পড়েন। পরে এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।  

আরেক ছাত্রী বলেন, আমি বাইরে থেকে আসছিলাম। তখন দেখি হলের সামনে অনেক ভিড়। ঢুকেই দেখি ছাত্রদলের হিমেল ভাই। এটা তো ঠিক না। ছাত্রী হলে ছেলেরা কেন ঢুকবে!  

হল গেটের দায়িত্বে থাকা কর্মচারী সেলিম বলেন, ছেলেদের প্রবেশের কোনো অনুমতি নেই। হিমেল ভাই পরীক্ষার্থী মেয়েটিকে দিয়ে যেতে এসেছিলেন, সঙ্গে ৭-৮ জন বাইরে দাঁড়িয়ে ছিল। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে ছাত্রদলের আচমকা প্রবেশের ঘটনায় হলের ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।  

ঘটনার প্রতিক্রিয়ায় হল প্রভোস্ট ড. আনজু মান আরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হিমেলকে কল করেছি। সে বলেছে, তারা ভেতরে ঢোকেনি, গেটে ছিল। এমন ঘটনা হলে প্রথমবার ঘটেছে, তাই মেয়েরা বিব্রত বোধ করেছে। আমি হিমেলকে কল করে বকা দিয়েছি। সে বলেছে, আর কখনো এমন করবে না, এমন ঘটনা আর হবে না। 

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এক অসহায় নারী শিক্ষার্থী এসেছিল। সে আমাদের একজনের পরিচিত। তার থাকার জায়গা ছিল না। আমরা তাকে হলে থাকার ব্যবস্থা করে দিতে গিয়েছিলাম। আমরা গেটের বাইরে ছিলাম। এক মিনিট দাঁড়িয়ে ছিলাম, তারপর চলে এসেছি।

নির্বাচনী আইন মেনে ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা …
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬