নটর ডেম কলেজে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

২৩ ডিসেম্বর ২০২২, ১০:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
নটর ডেম কলেজে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

নটর ডেম কলেজে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ © ফাইল ছবি

রাজধানীর নটর ডেম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে কলেজ অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ২৬ ডিসেম্বর রাত ১০টা থেকে ২৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইটে অথবা নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দিষ্ট পরিমাণ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। এরপর আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্টআউট কপি নিজের কাছে রাখতে হবে।

এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন খালি সাপেক্ষে ৩ জানুয়ারি অপেক্ষমাণ প্রার্থীদের ভর্তি তালিকা কলেজের নিজস্ব ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রকাশ করা হবে এবং ওই দিনই ভর্তি সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: কলেজ কর্তৃপক্ষের প্রতারণা, একাদশে ভর্তি অনিশ্চিত ১০৪ শিক্ষার্থীর

এর আগে গত বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর আজ দিনব্যাপী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

কলেজটিতে এ বছর আসন সংখ্যা রাখা হয়েছে ৩ হাজার ২৭০টি। গত ৭ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ভর্তি পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করেন। এরপর ১৭ ও ১৮ ডিসেম্বর একাধিক শিফটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় চাকরিচ্যুতি, সেই মুয়াজ্জি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফেনীতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি থেকে বহিষ্কার, খুশিতে মিষ্টি বিতরণ
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহার ঘোষণা আগামীকাল
  • ২৯ জানুয়ারি ২০২৬