ঢামেকে চিকিৎসাধীন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রী মাসুমার মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ PM
সাতক্ষীরা মেডিকেল কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (এসএমসি-১৩) ছাত্রী সাদিয়াতুম মাসুমা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মাসুমা ম্যালিগন্যান্ট ওভেরিয়ান টিউমারে আক্রান্ত ছিলেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষার্থী মাসুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ রবিবার (১৪ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়। এদিকে, তার মৃত্যুতে মেডিকেল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ শোকবার্তায় বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা মেডিকেল কলেজের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের (এসএমসি-১৩) শিক্ষার্থী সাদিয়াতুম মাসুমা ম্যালিগন্যান্ট ওভেরিয়ান টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা মেডিকেল কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
সাতক্ষীরা মেডিকেলের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।