চাকসু নির্বাচন: ছুটির পর জোর প্রচারণায় প্রার্থীরা

০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ PM
চাকসু নির্বাচনে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন

চাকসু নির্বাচনে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন © টিডিসি সম্পাদিত

দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। সামনে চাকসু নির্বাচন, আর প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন ভোটারদের মন জয় করতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জোর প্রচারণা, প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি—কেউ বলছেন বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, কেউবা তুলে ধরছেন নিজের এক বছরের কাজের মূল্যায়নের আহ্বান।

রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে প্রচারণা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল, স্টেশন, ঝুপড়িসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।

গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই দুর্গাপূজার বন্ধে চলে যায় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রচারে কিছুটা ভাটা পড়লেও ছুটি শেষে আবারও ক্যাম্পাস নির্বাচনী আবহে সরগরম। 

ছাত্রদল-শিবিরসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচারণা চালাতে দেখা গেছে। ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণা শেষে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব বলেন, ‘বন্ধের কারণে ক্যাম্পাসে শিক্ষার্থী কম ছিল। বন্ধের মধ্যেও আমরা হলে হলে শিক্ষার্থীদের কাছে গেছি। আমরা এখন পর্যন্ত ভোটারদের থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি  আমরা আষা করবো শিক্ষার্থীরা আমাদের বিগত ১ বছরের কার্যক্রম দেখে মূল্যায়ণ করবেন।’

একই ভবনে প্রচারণা শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অহেতুক প্রতিশ্রুতি দিচ্ছি না। যেগুলো বাস্তবে পূরণ করতে পারবো সেগুলো শিক্ষার্থীদের জানাচ্ছি। আমরা আশা করবো তারা আমাদের প্রতি আস্থা রাখবে।’

জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী শুভ হোসেনের ইশতেহার ঘোষণা
২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও চাকসু নির্বাচনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র পদপ্রার্থী মো. শুভ হোসেন গতকাল তার ইশতেহার ঘোষণা করেছেন। 

পরিবেশকে প্রাধান্য দিয়ে তিনি আজ দুপুরে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন। ব্রেইল পদ্ধতিতে লেখা তার ইশতেহার পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।

সার্বভৌম শিক্ষার্থী ঐক্য পানেলের ইশতেহার
অন্যদিকে দুপুর ১টায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন 'সার্বভৌম শিক্ষার্থী ঐক্য' প্যানেলের প্রার্থীরা। চাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত, নারী শিক্ষার্থীদের জন্য মাতৃকালীন ছুটির ব্যবস্থা, ব্রেস্ট ফ্রিডিং কর্নার স্থাপন, শাটলের লাইভ লোকেশন ট্রাকিং অ্যাপ চালু, প্রয়োজন অনুসারে পর্যাপ্ত বাস সেবা চালুসহ ২২ দফা ইশতেহার ঘোষণা করেন তারা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসুর কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন, হল ও একটি হোস্টেল সংসদে ৪৯৩ জন। কেন্দ্রীয় সংসদে নারী ৪৮ জন, যা মোট প্রার্থীর মাত্র ১১ শতাংশ। পুরুষ প্রার্থী ৩৬৭ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৭ জন। তার মধ্যে ছাত্র ভোটার ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৪৩৪ জন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁচ ফ্যাকাল্টির ১৪টি বুথে হবে ভোটগ্রহণ।

ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9