‘আইন কাউন্সিলের’ বাস্তবায়ন চায় ইউনানী মেডিকেলের শিক্ষার্থীরা

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী
স্বাস্থ্য অধিদপ্তরের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী  © টিডিসি ছবি

সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা তাদের পেশায় নিয়ন্ত্রণের জন্য একটি আইনভিত্তিক রেগুলেটরি কাউন্সিল গঠনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। আজ বুধবার (৯ জুলাই) তারা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান করে এই দাবি তুলে ধরেন।

ফাইনাল ইয়ারের শিক্ষার্থী জুবায়ের ইসলাম মিশন জানান, প্রত্যেক পেশায় নিয়ন্ত্রণ ও নিয়মাবলী রক্ষার জন্য একটি রেগুলেটরি বডি বা কাউন্সিল থাকে। এমবিবিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসি রয়েছে যা তাদের নিয়ন্ত্রণ করে। ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের সমমানের ডিগ্রি থাকলেও, সরকারি হওয়ার পরেও তাদের জন্য কোনও রেগুলেটরি বোর্ড বা আইনগত কাউন্সিল নেই। অন্য মেডিকেল শাখাগুলোর মতোই তাদের ক্ষেত্রেও একটি স্বতন্ত্র কাউন্সিল থাকা প্রয়োজন।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমাদের পেশাগত মান উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং উচ্চশিক্ষার সুযোগও দেওয়া হচ্ছে না। ভুয়া চিকিৎসকরা রেজিস্ট্রেশন পাচ্ছে যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির মধ্যে ফেলেছে। এর থেকে উত্তরণের মূল সমাধান হলো একটি রেগুলেটরি কাউন্সিল গঠন যা দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

আরও পড়ুন: কোন বাহুল্য ছাড়াই হচ্ছে এসএসসির ফল, সময় লাগছে দুই মাসেরও কম

তারা জানান, এই আন্দোলন তারা ১ জুলাই থেকে শুরু করেছেন। ‘সমস্যার একমাত্র সমাধান একটি আইনভিত্তিক কাউন্সিল গঠন। শুরুতে আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করেছি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় চিঠি ও আবেদন দিয়েছি। তবে মন্ত্রণালয় আমাদের চিঠিটি বাতিল করেছে। ফলে আমাদের সমস্যা এখনও অমীমাংসিত রয়েছে। আমাদের দাবি একটাই — আইন কাউন্সিল দ্রুত বাস্তবায়ন করা।’

উল্লেখ্য, সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই তাদের পেশার স্বীকৃতি এবং পেশাগত মানোন্নয়নের জন্য রেগুলেটরি কাউন্সিল গঠনের দাবি জানিয়ে আসছেন। এই দাবির বাস্তবায়ন হলে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের পেশাগত কার্যক্রম আরো স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’


সর্বশেষ সংবাদ