কখন মাথাব্যথা চিন্তার কারণ? সতর্কতার লক্ষণ জানুন

২৯ জুলাই ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৬:১৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

মাথাব্যথা আমাদের অনেকেরই পরিচিত সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাধারণ ও বাসায় চিকিৎসাযোগ্য। তবে হঠাৎ তীব্র ব্যথা কিংবা অন্যান্য কিছু উপসর্গের সঙ্গে মিললে এটি হতে পারে গুরুতর শারীরিক সমস্যার পূর্বাভাস। এমনকি এটি স্ট্রোক বা মস্তিষ্কে টিউমারের মতো জটিল রোগের ইঙ্গিতও দিতে পারে। (খবর চিকিৎসা বিষয়ক জার্নাল এমএনটি)

গবেষণায় দেখা গেছে, জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ০.৫–৪.৫ শতাংশ মানুষ এমন মাথাব্যথার জন্য যান, যেটি কোনো আঘাতজনিত নয়। চিকিৎসকদের মতে, কিছু নির্দিষ্ট ‘রেড ফ্ল্যাগ’ লক্ষণ রয়েছে, যেগুলো দেখা গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন: বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে: নাহিদ ইসলাম

মাথাব্যথার যেসব লক্ষণ বিপজ্জনক
হঠাৎ শুরু হওয়া এবং কয়েক সেকেন্ডেই অসহনীয় হয়ে ওঠা ব্যথা, শোয়া বা বসার অবস্থান পরিবর্তনে ব্যথার প্রকৃতি বদলে যাওয়া, কাশি, হাঁচি বা চাপ প্রয়োগে মাথাব্যথা শুরু হওয়া, দীর্ঘ সময়েও ব্যথা না কমা, ৫০ বছর বয়সের পর প্রথমবার মাথাব্যথা হওয়া, ব্যথার সঙ্গে জ্বর, কাঁপুনি, রাতের ঘাম, ওজন হ্রাস, অতীতে মাথাব্যথার ইতিহাস না থাকা সত্ত্বেও নতুন করে শুরু হওয়া ব্যথা, মাথাব্যথার ধরনে হঠাৎ পরিবর্তন বা ঘন ঘন হওয়া, সবসময় নির্দিষ্ট স্থানে ব্যথা অনুভব হওয়া, চোখ লাল হওয়া এবং ব্যথার সঙ্গে দৃষ্টিস্বল্পতা, শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, বা কথা বলতে সমস্যা

এছাড়া মুখ একদিকে পড়ে যাওয়া, খিঁচুনি, বা মানসিক বিভ্রান্তির মতো উপসর্গও জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা বোঝাতে পারে, বিশেষ করে যদি ব্যক্তি HIV বা ক্যানসারের মতো রোগে ভোগেন এবং রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে।

গরমে হিটস্ট্রোক ও মাথাব্যথা
চলমান গরমে মাথাব্যথার আরেকটি বড় কারণ হতে পারে হিট এক্সহসশন ও হিটস্ট্রোক। অতিরিক্ত ঘামে শরীর যখন লবণ ও পানি হারায়, তখন হিট এক্সহসশন হয়। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে: মাথাব্যথা, মাথা ঘোরা, বমিভাব, দুর্বলতা, তৃষ্ণা, অতিরিক্ত ঘাম, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, সঠিক সময়ে ঠান্ডা পরিবেশে বিশ্রাম নেওয়া না গেলে এটি হিটস্ট্রোকে পরিণত হতে পারে, যা জীবনঘাতীও হতে পারে।

মস্তিষ্কে টিউমার ও মাথাব্যথা
মস্তিষ্কে টিউমার হলে মাথাব্যথা একটি অন্যতম লক্ষণ হিসেবে প্রকাশ পায়। এর পাশাপাশি দেখা দিতে পারে: খিঁচুনি, দৃষ্টিস্বল্পতা, বমিভাব বা বমি, শরীরের ভারসাম্য হারানো, মানসিক বিভ্রান্তি

বিশেষজ্ঞরা জানান, এই উপসর্গগুলোর সঙ্গে মাথাব্যথা হলে তা অবহেলা করা উচিত নয়।

 

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬