২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৬:৩৫ PM
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১ জন । তবে আজ করোনায় কোনো মৃত্যু নেই। বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
গতকাল ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ জন, তবে মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১১ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৩৬ জনে।
আরও পড়ুন: কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি আসিফ মাহমুদের
ভৌগোলিক বিভাজনে দেখা যায়, চলতি বছরে করোনায় ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৪ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি সচেতনতা ও সতর্কতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।