মিরসরাইয়ে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত বাড়ছে চট্টগ্রামে

১৬ জুন ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৫:৪৭ PM
মিরসরাই করোনাভাইরাসে একজনের মৃত্যু

মিরসরাই করোনাভাইরাসে একজনের মৃত্যু © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চলতি বছরে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হওয়া ব্যক্তি হলেন জোরারগঞ্জ এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা ও অস্ত্রোপচারের পরবর্তী জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আজ সোমবার (১৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শফিউল ইসলাম চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই করোনা পজিটিভ ধরা পড়ার পর তাকে একাধিকবার ডায়ালাইসিস করানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তিনি নিজ উদ্যোগেই হাসপাতাল ত্যাগ করে বাড়ি ফেরেন। শেষ পর্যন্ত বাড়িতেই তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২০টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন নগরীর এবং বাকি ৩ জন মিরসরাই, কর্ণফুলী ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে, যার মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা।

করোনা সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংক্রমণ বাড়ছে, তাই এখনই সচেতন না হলে পরিস্থিতি জটিল হতে পারে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।

তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬