অচলাবস্থা কাটিয়ে পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরণের কার্যক্রম চালু
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরণের কার্যক্রম চালু  © টিডিসি সম্পাদিত

জুলাই আহতদের সঙ্গে চিকিৎসক-কর্মচারীদের সংঘর্ষের জেরে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা টানা ১৭ দিন বন্ধ ছিল। অবশেষে অচলাবস্থা কাটিয়ে শনিবার (১৪ জুন) থেকে হাসপাতালের সব ধরনের সেবা পুরোদমে চালু হয়েছে।   

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের দুটি ফটকের একটি বন্ধ। ফটকে পুলিশ, আনসার ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা অবস্থান নিয়েছেন। এর পাশে পকেট গেইট দিয়ে রোগী ও স্বজনরা প্রবেশ করছেন। 

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও আহতদের চিকিৎসা সমন্বয়ক ডা. যাকিয়া সুলতানা নীলা বলেন, ‘শনিবার সকাল থেকেই সব বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু করেছি। চিকিৎসক ও নার্সরাও কাজ করছেন আগের মতোই। এখন সবকিছু স্বাভাবিক। আশা করছি, আর কোনো বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। রোগী ও চিকিৎসকদের মধ্যে আবার সেই আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।’

এর আগে, গত ২৮ মে চিকিৎসাধীন জুলাই আহতদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক-নার্সদের সংঘর্ষ ঘটে। ওই ঘটনার পর নিরাপত্তার অভাবে ২৯ মে থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখেন চিকিতসক-নার্সরা। পরে আলোচনার ভিত্তিতে গত ৪ জুন আংশিকভাবে চালু করা হয় জরুরি বিভাগ এবং ১২ জুন চালু হয় বহির্বিভাগ। 

 

 


সর্বশেষ সংবাদ