মাছির জ্বালায় অতিষ্ঠ? ঘরোয়া ৫ উপায়ে মিলবে মুক্তি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ মে ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
‘মাছিমারা কেরানি’ কথাটা শুনলেই চোখে ভেসে ওঠে অলস, কর্মহীন কোনো দৃশ্য। কিন্তু আজকাল বাস্তবেই যেন অনেকেই এমন কেরানি! কারণ, ঘর-বাড়িতে মাছির উৎপাত দিন দিন বাড়ছেই। তবে চিন্তার কিছু নেই—ঘরেই রয়েছে মাছি তাড়ানোর কার্যকর ও সম্পূর্ণ প্রাকৃতিক কিছু উপায়।
চলুন, জেনে নিই মাছি দূর করার পাঁচটি সহজ কৌশল—
১. মাছির খাবার সরিয়ে দিন
আপনার বাসা মাছির চোখে যেন খাবারের দোকান না হয়ে ওঠে! খোলা খাবার, পোষা প্রাণীর খাদ্যের পাত্র বা ফেলে রাখা পানীয়ের বোতল মাছিদের আকর্ষণ করে। প্রতিদিন খাবারের পর ঘর ভালোভাবে পরিষ্কার করুন, খাবার বা পানীয় কিছুই উন্মুক্ত না রাখুন। নিয়মটা এক দিনের নয়, প্রতিদিন মেনে চললে মাছিরা আগ্রহ হারাবে।
২. পোষা প্রাণীর মলমূত্র দ্রুত পরিষ্কার করুন
আপনার আদরের পোষা প্রাণীর নির্গত বর্জ্য মাছিদের ডিম পাড়ার আদর্শ জায়গা। একবারে ৭৫ থেকে ১৫০টি ডিম পাড়ে তারা, আর মাত্র এক দিনের মধ্যেই সেগুলো ফুটে মাছি হয়ে যায়। তাই দেরি না করে পোষা প্রাণীর মলমূত্র দ্রুত পরিষ্কার করুন এবং খাঁচা বা বাসস্থান পরিচ্ছন্ন রাখুন।
৩. মাছির ঢোকার পথ বন্ধ করুন
ঘরের জানালা, দরজা, পর্দা—সব কিছু খতিয়ে দেখুন। কোথাও ফাঁক-ফোকর থাকলে তা মাছির আমন্ত্রণপত্র হয়ে দাঁড়ায়। ফাঁকফোকর বন্ধ করুন, ছিদ্রযুক্ত পর্দা বদলান এবং সন্ধ্যা হলেই জানালাগুলো বন্ধ রাখুন। মাছি ঢোকার পথ রুদ্ধ করলেই সমস্যা অনেকটাই কমে যাবে।
৪. গাছের ঘ্রাণেই দূরে যাবে মাছি
গোলাপ নয়, দরকার পুদিনা, তুলসী আর লেমনগ্রাস। এ গাছগুলোর ঘ্রাণ মাছিরা সহ্য করতে পারে না। টবে লাগিয়ে জানালার পাশে, দরজার আশপাশে বা বারান্দায় সাজিয়ে রাখুন। বাগান থাকলে তেজপাতা বা নিমগাছ লাগান—এগুলোও মাছি তাড়াতে দারুণ কার্যকর।
৫. তৈরি করুন প্রাকৃতিক ফাঁদ
একটি স্বচ্ছ কাচের বয়ামে অর্ধেকের একটু কম অ্যাপল সিডার ভিনেগার ঢালুন। এরপর মুখে কাগজের তৈরি ফানেল বসিয়ে দিন। মাছি ভিনেগারের ঘ্রাণে আকৃষ্ট হয়ে ভেতরে ঢুকবে, কিন্তু আর বের হতে পারবে না। বিকল্পভাবে, একটি লেবু দুই টুকরো করে তাতে ২০-২৫টি লবঙ্গ গেঁথে ঘরের কোণে রেখে দিন। ঘর হবে মাছিমুক্ত।
অতিরিক্ত কীটনাশকের পরিবর্তে এই সহজ, সস্তা ও প্রাকৃতিক উপায়গুলো প্রয়োগ করে দেখতে পারেন। মাছি শুধু বিরক্তিকর নয়, রোগ ছড়ায়—তাই আগে থেকেই ব্যবস্থা নিন। পরিচ্ছন্নতা আর কিছু ঘরোয়া কৌশল মিলিয়ে এবার সত্যিকারের ‘মাছিমারা কেরানি’ আপনি নন, হবেন মাছিমুক্ত ঘরের গর্বিত বাসিন্দা।